খরাইল উচ্চ বিদ্যালয়

পত্নীতলা, নওগাঁ।

স্থাপিতঃ ১৯৭৩ খ্রীঃ

বিদ্যালয় কোডঃ ২৯৫৬ । EIIN: 123593 | পোস্ট কোডঃ 6540

প্রতিষ্ঠানের ইতিহাস

খরাইল উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯৭৩ সালে। আলহাজ্ব আব্দল কাদের, খবির উদ্দীন মন্ডল ও আরও কিছু গ্রামবাসী মিলে এই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ১১৫ একর জমির উপরে প্রতিষ্টানটি স্থাপিত করেন। ১৯৭৪ সালে মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ২০০৪ সালে ৯ম শ্রেণি খোলার জন্য পাঠদানের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি ২৫.০৫.২০১৭ তারিখে নবম ও দশম শেণির স্বীকৃতি লাভ করে এবং ০৭.০৬.২০২২ তারিখে সেকেন্ডারী শাখা এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটি সুনামের সহিত শিক্ষা বিস্তার করে চলেছে।

প্রধান শিক্ষকের বাণী

তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ‘ওয়েব সাইট’। সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশাকরি অত্র প্রতিষ্ঠানের ‘ওয়েব সাইট’ টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। পূর্ণাঙ্গ ‘ওয়েব সাইট’ বাস্তবায়ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সহ যারা ‘ওয়েব সাইটি ভিজিট করবেন তাঁদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

সভাপতির বাণী

তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ‘ওয়েব সাইট’। সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশাকরি অত্র প্রতিষ্ঠানের ‘ওয়েব সাইট’ টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। পূর্ণাঙ্গ ‘ওয়েব সাইট’ বাস্তবায়ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সহ যারা ‘ওয়েব সাইটি ভিজিট করবেন তাঁদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।